পাকিস্তানে বরযাত্রী নিয়ে নৌকাডুবি, নিহত ২১

আন্তর্জাতিক ডেস্ক প্রকাশ: ২০২২-০৭-১৯ ১১:২০:৩৮


পাকিস্তানের পূর্ব পাঞ্জাবে সিন্ধু নদীতে বরযাত্রী নিয়ে নৌকাডুবিতে নারী-শিশুসহ ২১ জন নিহত হয়েছে। সোমবার (১৮ জুলাই) এ ঘটনা ঘটে। জানা গেছে, নৌকাটিতে শতাধিক যাত্রী ছিলেন। পাকিস্তানের সংবাদমাধ্যম ডন এসব তথ্য জানায়।

পাকিস্তান সরকারের এক শীর্ষ কর্মকর্তা জানিয়েছেন, পাঞ্জাব প্রদেশের প্রধান শহর মুলতানের প্রায় ৩৫০ কিলোমিটার (২১০ মাইল) দক্ষিণের সাদিকাবাদ জেলায় নৌকাডুবির ঘটনাটি ঘটেছে।

বরসহ অন্তত ৬৫ জনকে উদ্ধার করা হয়েছে এবং শিশুসহ অনেকে এখনও নিখোঁজ রয়েছে।

এম জি