শ্রীলঙ্কার প্রেসিডেন্ট পদে লড়ছেন না সাজিথ

আন্তর্জাতিক ডেস্ক প্রকাশ: ২০২২-০৭-১৯ ১৩:৪০:৪৬


শ্রীলঙ্কার প্রেসিডেন্ট পদের জন্য বেশ জোড়েশোরোই উচ্চারিত হচ্ছিল বিরোধীদলীয় নেতা সাজিথ প্রেমাদাসার নাম। অনেকটা এগিয়েও ছিলেন তিনি। কিন্তু এখন জানা গিয়েছে, প্রেসিডেন্ট পদের লড়াই থেকে সরে দাঁড়িয়েছেন সাজিথ প্রেমাদাসা। খবর হিন্দুস্তান টাইমস ও দ্য ইন্ডিয়ান এক্সপ্রেসের।

বুধবার দেশটির প্রেসিডেন্ট পদে নির্বাচন হওয়ার কথা রয়েছে। প্রেমাদাসা সরে যাওয়ায় এখন সম্ভাব্য প্রেসিডেন্ট হওয়ার দৌড়ে এগিয়ে আছেন ক্ষমতাসীন এসএলপিপির জ্যেষ্ঠ আইনপ্রণেতা এবং সাবেক সাংবাদিক ৬৩ বছর বয়সী দুল্লাস আলাহাপেরুমা। তাকে সমর্থন দিয়েছেন প্রেমাদাসা নিজেও।

মঙ্গলবার (১৯ জুলাই) প্রার্থী বাছাইয়ের জন্য পার্লামেন্ট অধিবেশন বসে। সেখানেই সরে দাঁড়ানোর ঘোষণা দেন প্রেমাদাসা। এর আগে টুইট বার্তায় তিনি বলেন, ‘প্রেসিডেন্ট পদের জন্য আমার প্রার্থিতা প্রত্যাহার করছি। জোট এবং বিরোধী অংশীদাররা দুল্লাসকে বিজয়ী করার জন্য কঠোর পরিশ্রম করবে’। এই পদের জন্য আরেক প্রার্থী ভারপ্রাপ্ত প্রেসিডেন্ট রনিল বিক্রমাসিংহে।

এম জি