ছাত্রলীগের সাবেক সভাপতি শোভন সড়ক দুর্ঘটনায় আহত

জেলা প্রতিনিধি প্রকাশ: ২০২২-০৭-১৯ ১৪:৫৮:১৭


ঢাকা-বগুড়া মহাসড়কের নয়মাইল এলাকায় একটি হাইস গাড়ির সঙ্গে প্রাইভেট কারের মুখোমুখি সংঘর্ষে ছাত্রলীগের কেন্দ্রীয় কমিটির সাবেক সভাপতি রেজওয়ানুল হক চৌধুরী শোভন আহত হয়েছেন।

মঙ্গলবার (১৯ জুলাই) সকালে বগুড়ার শাজাহানপুর উপজেলায় এ ঘটনা ঘটে।

শোভনের বাড়ি কুড়িগ্রাম জেলার ভুরুঙ্গামারী উপজেলায়। তিনি মো. নুরন্নবী চৌধুরী খোকনের ছেলে ৷

জানা গেছে, পরিবারের সঙ্গে ঈদ উল আজহা উদযাপন করতে স্ত্রীকে নিয়ে ভুরুঙ্গামারী উপজেলায় বাবার বাড়িতে যান শোভন। সেখান থেকে সকালে তারা প্রাইভেটকার যোগে রওনা দেন ঢাকার উদ্দেশ্যে। শাজাহানপুর উপজেলার নয়মাইল নামকস্থানে বিপরীত দিক থেকে আসা একটি হাইস গাড়ির সঙ্গে শোভনের প্রাইভেটকারের সংঘর্ষ হয়। এতে প্রাইভেট কারটির সামনের অংশ দুমড়ে-মুচড়ে যায়। আহত হন শোভন। পরে তাকে উদ্ধার করে শহীদ জিয়াউর রহমান মেডিক্যাল কলেজ (শজিমেক) হাসপাতালে ভর্তি করা হয়৷

ছিলিমপুর ও মেডিক্যাল পুলিশ ফাঁড়ির ইনচার্জ বেলাল হোসেন জানান, সকালে শোভনকে আহত অবস্থায় হাসপাতালে ভর্তি করা হয়েছিল। প্রাথমিক চিকিৎসা শেষে তাকে ঢাকায় নিয়ে যাওয়া হয়েছে।

এম জি