মহাসড়কে শিশুসন্তান, রক্ষা করতে গিয়ে বাবা-ছেলে নিহত

জেলা প্রতিনিধি প্রকাশ: ২০২২-০৭-১৯ ১৫:৪৭:৩৩


হবিগঞ্জের নবীগঞ্জ উপজেলায় ঢাকা-সিলেট মহাসড়কে গাড়িচাপায় বাবা ও ছেলে দুজনের মৃত্যু হয়েছে। মঙ্গলবার (১৯ জুলাই) বেলা ১১টার দিকে নবীগঞ্জের কান্দিগাঁও এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

শেরপুর হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) পরিমল চন্দ্র দেব বিষয়টি নিশ্চিত করেছেন।

নিহতরা হলেন কান্দিগাঁও গ্রামের ইউসুফ আলী (৩৭) ও তার ছেলে মোহাম্মদ আলী (৬)।

স্থানীয়রা জানিয়েছেন, ইউসুফ আলী মহাসড়কে গাড়ির জন্য অপেক্ষা করছিলেন। তিনি একটি দোকানে বিস্কুটের বিল পরিশোধের সময় শিশুটি দৌঁড়ে মহাসড়কে চলে যায়। এ সময় বাবা তার ছেলেকে সরিয়ে আনতে গেলে সিলেটগামী অজ্ঞাত পরিচয় একটি গাড়ি দুজনকেই চাপা দেয়। এতে শিশু মোহাম্মদ আলী ঘটনাস্থলেই মারা যায়। পরে সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়ার সময় মৃত্যু হয় ইউসুফ আলীর।

এম জি