ফারইস্ট ইসলামী লাইফের শরী‘আহ কাউন্সিলের সভা অনুষ্ঠিত

সান বিডি ডেস্ক প্রকাশ: ২০২২-০৭-২০ ১৮:১৭:৫২


ফারইস্ট ইসলামী লাইফ ইন্স্যুরেন্স কোম্পানী লিমিটেড -এর শরী‘আহ কাউন্সিলের ৭৭তম সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (২০ জুলাই) ঢাকার তোপখানা রোডস্থ কোম্পানীর নিজস্ব ভবন ‘ফারইস্ট টাওয়ার’-এ সভা অনুষ্ঠিত হয়।

সভায় সভাপতিত্ব করেন কোম্পানীর শরী‘আহ কাউন্সিলের চেয়ারম্যান সাইয়্যেদ কামালুদ্দীন আব্দুল্লাহ জাফরী। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পরিচালনা পর্ষদের ভাইস চেয়ারম্যান ড. মো. ইব্রাহীম হোসেন খান।

এসময় আরও উপস্থিত ছিলেন শরী‘আহ কাউন্সিলের মুফতী সাঈদ আহমাদ মুজাদ্দেদী, বিচারপতি এম. এ. রউফ, অধ্যাপক মুহাম্মদ মুজাহিদুল ইসলাম, অধ্যাপক ড. আ. ন. ম রফিকুর রহমান, অধ্যাপক এ.কিউ. এম আব্দুল হাকিম, শাহ মুহাম্মদ ওয়ালি উল্যাহ, প্রফেসর ড. শহিদুল ইসলাম বারাকাতী, অধ্যাপক মাওঃ এ. বি. এম মাসুম বিল্লাহ, মুখ্য নির্বাহী কর্মকর্তা ড. চৌধুরী মোহাম্মদ ওয়াসিউদ্দিন, ডিএমডি এন্ড সিএফও মোহাম্মদ আলমগীর কবির, এএমডি মোঃ আব্দুর রহিম ভূজ্ঞা, শরী‘আহ সেক্রেটারি আবু সুফিয়ান মোঃ নাজমুল হুদা।

এএ