২২১ শতাংশ বেড়েছে ব্রাজিলের ভুট্টা রফতানি

নিজস্ব প্রতিবেদক প্রকাশ: ২০২২-০৭-২১ ০৯:০৮:৪২


চলতি বছরের প্রথমার্ধে ব্রাজিলের ভুট্টা রফতানি ২২১ শতাংশ বেড়েছে। ভুট্টার চাহিদা মেটাতে আমদানিকারকরা ইউক্রেনের বিকল্প হিসেবে ব্রাজিলকে বেছে নিয়েছেন। এ কারণেই শস্যটির রফতানিতে এমন উল্লম্ফন দেখা দিয়েছে। খবর ওয়ার্ল্ড গ্রেইন ডটকম।

ইউক্রেন বিশ্বের অন্যতম শীর্ষ গম রফতানিকারক দেশ। কিন্তু রাশিয়া হামলা চালানোর পর থেকে সমুদ্রপথে অন্যান্য শস্যের মতোই দেশটির ভুট্টা রফতানি বন্ধ রয়েছে। স্থল ও নদীপথে খুব সামান্য পরিমাণ রফতানি করতে সক্ষম হচ্ছে দেশটি। এ পরিস্থিতিতে ইউক্রেনের ওপর নির্ভরশীল আমদানিকারক দেশগুলো ভুট্টার বিকল্প উৎস হিসেবে ব্রাজিলকে বেছে নেয়।

পারানাগুয়া বন্দর কর্তৃপক্ষের পরিসংখ্যান বলছে, জানুয়ারি-জুন পর্যন্ত পারানা অঙ্গরাজ্যের বিভিন্ন বন্দর থেকে ১৯ লাখ টন ভুট্টা রফতানি করা হয়েছে। গত বছরের একই সময় রফতানির পরিমাণ ছিল ৫ লাখ ৯১ হাজার ৫৩৮ টন।

ব্রাজিলের কৃষকরা এরই মধ্যে শীতকালীন ভুট্টা উত্তোলন প্রায় সম্পন্ন করেছেন। দেশটির মোট উৎপাদনের বেশির ভাগই আসে শীতকালীন ভুট্টা থেকে। ব্রাজিলের প্রাক্কলন অনুযায়ী, ২০২২-২৩ বিপণন মৌসুমে দেশটির ভুট্টা উৎপাদন ও রফতানি আগের সব রেকর্ডকে ছাড়িয়ে যাবে।

এ বিষয়ে মার্কিন কৃষি বিভাগের (ইউএসডিএ) ফরেন এগ্রিকালচারাল সার্ভিসের দেয়া পূর্বাভাস বলছে, ২০২২-২৩ মৌসুমে ব্রাজিলে ১২ কোটি ৬০ লাখ টন ভুট্টা উৎপাদন হতে পারে। গত মৌসুমে উৎপাদনের পরিমাণ ছিল ১১ কোটি ৬০ লাখ টন। অন্যদিকে এ সময় রফতানি দাঁড়াবে ৪ কোটি ৭০ লাখ টনে। গত বছর রফতানি হয়েছিল ৪ কোটি ৪৫ লাখ টন।

এনজ