পুকুরে মাছ ধরতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে জেলের মৃত্যু

নিজস্ব প্রতিবেদক প্রকাশ: ২০২২-০৭-২১ ১০:২১:১৭


সুনামগঞ্জের ছাতকে পুকুরে মাছ ধরতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে সেলিম আহমেদ (৩১) নামে এক জেলের মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (২১ জুলাই) সকাল সাড়ে ৭টার দিকে এ ঘটনা ঘটে।

পুলিশ ও এলাকাবাসী জানায়, সকালে ছাতক উপজেলার গোবিন্দগঞ্জ সৈয়দেরগাঁও ইউনিয়নের দিঘলী চাকলপাড়া গ্রামের সেলিম আহমদ গ্রামীণ সড়কের পাশে একটি ডোবায় মাছ ধরতে যান। ডোবায় খেয়াজাল ফেলার একপর্যায়ে তিনি বিদ্যুতের তারে জালসহ জড়িয়ে যান। পরে ঘটনাস্থলে তিনি মারা যান। মৃত সেলিম এক ছেলে ও এক মেয়ের বাবা।

গোবিন্দগঞ্জ সৈয়দেরগাঁও ইউনিয়নের চেয়ারম্যান সুন্দর আলী জানান, মাছ ধরার সময় আকস্মিক বিদ্যুৎস্পৃষ্ট হয়ে সেলিম মারা যান। ঘটনাটি বিদ্যুৎ অফিস এবং ছাতক থানাকে অবহিত করা হয়েছে।

এনজে