রাশিয়া থেকে স্বর্ণ আমদানি কমিয়েছে সুইজারল্যান্ড

সান বিডি ডেস্ক প্রকাশ: ২০২২-০৭-২১ ১১:০৫:২৬


রাশিয়া-ইউক্রেন চলমান যুদ্ধের মধ্যে রাশিয়া থেকে স্বর্ণ আমদানি কমিয়েছে সুইজারল্যান্ড। গত মাসে দেশটি থেকে ২৮৪ কেজি স্বর্ণ আমদানি করা হয়, যার মূল্য ১ কোটি ৬০ লাখ ডলার। এর আগের মাসে প্রায় ২০ কোটি ডলারের স্বর্ণ আমদানি করা হয়েছিল। অর্থাৎ এক মাসের ব্যবধানে আমদানি কমেছে তিন টনেরও বেশি। সুইজারল্যান্ডের শুল্ক বিভাগ সম্প্রতি এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।

এদিকে রাশিয়া থেকে স্বর্ণ আমদানি অব্যাহত রাখায় অভিযোগ উঠেছে, ইউক্রেনে যুদ্ধের ব্যয় সামাল দিতে রাশিয়াকে সহায়তা করছে সুইজারল্যান্ড। তবে দেশটির প্রধান পরিশোধন কেন্দ্রগুলো এ অভিযোগকে একেবারেই ভিত্তিহীন বলে উড়িয়ে দিয়েছে।

বর্তমানে রাশিয়া বিশ্বের দ্বিতীয় শীর্ষ স্বর্ণ উত্তোলক। আর সুইজারল্যান্ড বিশ্বের শীর্ষ স্বর্ণ পরিশোধন কেন্দ্র হিসেবে পরিচিত। সুইচ সরকার জানায়, মে মাসে আমদানীকৃত স্বর্ণের উৎস রাশিয়া হলেও সেগুলো আমদানি করা হয়েছে ব্রিটেনের বন্দর দিয়ে। সরকার সংশ্লিষ্টরা আরো জানান, আমদানির কারণে কোনোভাবে নিষেধাজ্ঞা লঙ্ঘিত হচ্ছে কিনা তা খতিয়ে দেখছেন শুল্ক বিভাগের কর্মকর্তারা। তথ্য বলছে, ব্রিটেন স্বর্ণ সংরক্ষণ ও বাণিজ্য কেন্দ্র। রাশিয়া ইউক্রেনে হামলা চালানোর আগেই দেশটিতে কয়েকশ টন স্বর্ণ মজুদ করা ছিল।

এনজে