রাশিয়ার ওপর ইইউর নতুন নিষেধাজ্ঞা অনুমোদন
আন্তর্জাতিক ডেস্ক প্রকাশ: ২০২২-০৭-২১ ১৫:৫১:৫৪
ইউক্রেনে রাশিয়ার আগ্রাসনকে কেন্দ্র করে দেশটির ওপর ইউরোপীয় ইউনিয়নের রাষ্ট্রদূতরা নতুন নিষেধাজ্ঞা অনুমোদন করেছেন। স্বর্ণ আমদানির ওপর নিষেধাজ্ঞা এবং এসবার ব্যাংকের সম্পদ জব্দ করা হয়েছে।
বুধবার ইউরোপীয় ইউনিয়নের রাষ্ট্রদূতরা এ নিষেধাজ্ঞা জারি করেন। খবর ইয়ানি সাফাকের।
ইউরোপীয় কাউন্সিলের বর্তমান সভাপতি এক টুইটার বার্তায় বলেন, ইইউ রাষ্ট্রদূতরা ইউক্রেনের বিরুদ্ধে রাশিয়ার আগ্রাসনের প্রতিক্রিয়া হিসাবে পরবর্তী নিষেধাজ্ঞা প্যাকেজ অনুমোদন করেছেন।
ইয়ানি সাফাকের প্রতিবেদনে বলা হয়েছে, নতুন পদক্ষেপগুলো রাশিয়ান সোনা এবং গহনা আমদানি নিষিদ্ধ করে এবং রাশিয়ার বৃহত্তম শীর্ষ ঋণদাতা এসবার ব্যাংকের সম্পদ জব্দ করে, যা ইতোমধ্যে আন্তর্জাতিক পেমেন্ট সিস্টেম (সুইফট) থেকে বাদ দেওয়া হয়েছে।
প্রতিবেদনে আরও বলা হয়েছে, নিষেধাজ্ঞার তালিকায় নতুন ব্যক্তি এবং প্রতিষ্ঠান যুক্ত করেছে যাতে পূর্ববর্তী নিষেধাজ্ঞাগুলোর বাস্তবায়নকে শক্তিশালী করা যায়। ইউরোপীয় ইউনিয়নের পদক্ষেপগুলো জি-৭ দেশগুলোর সিদ্ধান্তের একতাবদ্ধ।
প্রসঙ্গত এর আগে রাশিয়ার ওপর ৭ম দফায় অবরোধ আরোপের পরিকল্পনা করেছে ইউরোপীয় ইউনিয়ন-ইইউ।
এনজে