হাজিরা দিতে এসে আদালত চত্ত্বরে খুন

জেলা প্রতিনিধি প্রকাশ: ২০২২-০৭-২১ ১৫:৫৩:৩২


সুনামগঞ্জের আদালতে হাজিরা দিতে এসে প্রতিপক্ষের ছুরিকাঘাতে খোকন মিয়া (৫০) নামে এক ব্যাক্তি নিহত হয়েছেন।

বৃহস্পতিবার (২১ জুলাই) দুপুরে আদালত প্রাঙ্গণে এ হত্যাকাণ্ড ঘটে।

নিহত খোকন মিয়া জগন্নাথপুর উপজেলার গলাখাই গ্রামের মজিদ মিয়ার ছেলে। বিষয়টি নিশ্চিত করেছেন সুনামগঞ্জ সদর মডেল থানার ওসি ইখতিয়ার উদ্দিন চৌধুরী।

স্থানীয়রা জানান, জেলার জগন্নাথপুর উপজেলার কলকলিয়া ইউনিয়নের গলাখাই গ্রামের কয়েকজনের সঙ্গে নিহত খোকন মিয়াদের বিভিন্ন মামলা-মকদ্দমা ছিলো। আজ একটি মামলায় হাজিরা দিয়ে আদালত থেকে বের হওয়ার পর আইনজীবী সমিতি ও আইনজীবী সহকারী সমিতির সামনে প্রতিপক্ষের লোকজন খোকন মিয়াকে ছুরিকাঘাত করে। স্থানীয়রা উদ্ধার করে সুনামগঞ্জ সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। এঘটনায় জড়িত সন্দেহে ৩ জনকে আটক করেছে পুলিশ। তাৎক্ষণিকভাবে আটককৃতদের নাম পরিচয় পাওয়া যায়নি।

সুনামগঞ্জ সদর মডেল থানার ওসি ইখতিয়ার উদ্দিন চৌধুরী জানান, ঘটনার সঙ্গে জড়িত ৩ জন ও খুনে ব্যবহৃত ছুরিটিও উদ্ধার করা হয়েছে। মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

এম জি