পিকআপের ধাক্কায় সিএনজির ২ যাত্রী নিহত

জেলা প্রতিনিধি প্রকাশ: ২০২২-০৭-২১ ১৮:১৩:২২


কুমিল্লা-সিলেট আঞ্চলিক মহাসড়কের দেবিদ্বারের ইস্টগ্রাম এলাকায় পিকআপভ্যানের ধাক্কায় সিএনজিচালিত অটোরিকশার দুই যাত্রী নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও দুইজন।

নিহতরা হলেন- ব্রাহ্মণবাড়িয়ার কসবা উপজেলার জাজিয়ারা গ্রামের কুদ্দুস মিয়ার ছেলে সেলিম (২২), একই উপজেলার কুটি গ্রামের শুবল চন্দ্র বর্মণের ছেলে লক্ষ্মণ বর্মণ (২৬)।

মিরপুর হাইওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ মো. কামাল উদ্দিন ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, দেবিদ্বার উপজেলার ইস্টগ্রাম এলাকায় পিকআপভ্যানের ধাক্কায় সিএনজিচালিত অটোরিকশার দুই যাত্রী নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও দুইজন। খবর পেয়ে আহতদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। নিহতদের মরদেহ উদ্ধার করে আইনি প্রক্রিয়া শেষে স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে। এ ঘটনায় পিকআপভ্যানটি জব্দ করা হয়েছে। তবে এসময় চালক পালিয়ে যায়।

এম জি