ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে আরও ৬৯ রোগী

নিজস্ব প্রতিবেদক প্রকাশ: ২০২২-০৭-২১ ১৮:৩১:৪৮


গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আক্রন্ত হয়ে ৬৯ জন হাসপাতালে ভর্তি হয়েছেন। এর মধ্যে ৫২ জন ঢাকায় এবং ১৭ জন ঢাকার বাইরের।

বৃহস্পতিবার (২১ জুলাই) স্বাস্থ্য অধিদপ্তরের ডেঙ্গুবিষয়ক এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

এতে বলা হয়, বর্তমানে দেশে ২৬৪ জন ডেঙ্গু রোগী চিকিৎসাধীন। তাদের মধ্যে ঢাকায় ২০৩ জন এবং ৫১ জন ঢাকার বাইরে চিকিৎসাধীন।

চলতি বছরে এখন পর্যন্ত ১ হাজার ৯৭৯ জন ডেঙ্গু রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন। এর মধ্যে সুস্থ হয়েছেন ১ হাজার ৭১০ জন। মৃত্যু হয়েছে পাঁচজনের।

উল্লেখ্য, ২০২১ সালে সারাদেশে ডেঙ্গুতে আক্রান্ত হন ২৮ হাজার ৪২৯ জন। মারা গেছেন ১০৫ জন।

এম জি