শ্রীলঙ্কায় বিক্ষোভ দমনে নিরাপত্তা বাহিনীর অভিযান

আন্তর্জাতিক ডেস্ক আপডেট: ২০২২-০৭-২২ ০৯:৫৯:৩৭


শ্রীলঙ্কার রাজধানী কলম্বোতে সরকারবিরোধী বিক্ষোভকারীদের সরিয়ে দিতে শক্তি প্রয়োগ করেছে নিরাপত্তা বাহিনী। একই সঙ্গে শুরু করা হয়েছে বিক্ষোভকারীদের তাঁবু সরিয়ে নেওয়ার কাজ। ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি এ তথ্য জানায়।

খবরে বলা হয়, শত শত সেনা ও পুলিশ কমান্ডো এ অভিযানে অংশ নেয়।

এদিকে বিবিসির এক সাংবাদিককে পোটানো হয়েছে বলে জানানো হয় খবরে। এ সময় এক সেনা তার কাছে মোবাইল ফোন ছিনিয়ে নিয়ে সেখানে থাকা ভিডিও মুছে দিয়েছেন।

রনিল বিক্রমাসিংহে প্রেসিডেন্ট হিসেবে শপথ নেওয়ার পর এ ঘটনা ঘটল।

এম জি