ভারতের প্রেসিডেন্ট দ্রৌপদী মুর্মুকে মমতার অভিনন্দন

আন্তর্জাতিক ডেস্ক আপডেট: ২০২২-০৭-২২ ১০:২১:০৬


ভারতের প্রেসিডেন্ট নির্বাচিত হওয়ার পর দ্রৌপদী মুর্মুকে অভিনন্দন জানিয়েছেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

মমতা বলেন, ‘সংবিধান ও গণতন্ত্র রক্ষায় আপনার (দ্রৌপদী মুর্মু) দিকেই তাকিয়ে দেশ।’

টুইটে দ্রৌপদীকে অভিনন্দন জানিয়ে মমতা লিখেছেন, রাষ্ট্রের প্রধান হিসেবে সংবিধানের মূল চরিত্র এবং গণতন্ত্র রক্ষায় আপনার ভূমিকার দিকে দেশবাসী অধীর আগ্রহে তাকিয়ে থাকবে।

বিশেষত, এরকম একটা সময়ে, যখন সমাজ নানা মতভেদে জর্জরিত। মমতার টুইটের প্রতিক্রিয়ায় ধন্যবাদ জানান সদ্য নির্বাচিত হওয়া প্রেসিডেন্ট দ্রৌপদী মুর্মু।

দ্রৌপদীকে অভিনন্দন জানিয়েছেন যশবন্তও। তিনি টুইটে লিখেছেন, দেশবাসীর প্রত্যাশা, দেশের পঞ্চদশ প্রেসিডেন্ট হিসেবে তিনি কোনো ধরনের ভয় বা পক্ষপাত ছাড়া সংবিধানের রক্ষাকর্তার দায়িত্ব পালন করবেন।

এম জি