ট্রাকচাপায় সিএনজির ২ যাত্রী নিহত
জেলা প্রতিনিধি প্রকাশ: ২০২২-০৭-২২ ১৪:৪৬:১৭
ফেনীর তেমুহনী বাজার এলাকায় ট্রাকচাপায় সিএনজি চালিত অটোরিকশার দুই যাত্রী ঘটনাস্থলে নিহত হয়েছেন। এ ঘটনায় চালকসহ তিনজন গুরুতর আহত হয়েছেন। তাদের ফেনী জেনারেল হাসপাতালে নেওয়া হয়েছে।
শুক্রবার (২২ জুলাই) বেলা সাড়ে ১১টার দিকে এই দুর্ঘটনা ঘটে।
দেবীপুর হাইওয়ে থানা পুলিশের ভারপ্রাপ্ত ওসি আব্দুস সামাদ বিষয়টি নিশ্চিত করেছেন।
তাৎক্ষণিকভাবে আহত এবং নিহতদের নাম-পরিচয় জানা যায়নি। লাশ উদ্ধার করে ফেনী জেনারেল হাসপাতালের মর্গে রাখা হয়েছে।
এম জি