সিরিয়ায় রাশিয়ার বিমান হামলা, নিহত ৭

আন্তর্জাতিক ডেস্ক প্রকাশ: ২০২২-০৭-২২ ১৬:০২:৪০


সিরিয়ার ইদলিব প্রদেশে রাশিয়ার বিমান হামলায় চার শিশুসহ সাতজন নিহত হয়েছে। এই ঘটনায় আহত হয়েছে আরও ১৩ জন।

যুদ্ধ পর্যবেক্ষণকারী ‘দ্য সিরিয়ান অবসারভেটরি ফর হিউম্যান রাইটস’ জানিয়েছে, রাশিয়ার যুদ্ধবিমান সিরিয়ার লাতাকিয়া বন্দরের খমেইমিম বিমান ঘাঁটি থেকে উড্ডয়ন করে আল-ইয়াকুবিয়া ও জুদাইদা গ্রামে হামলা চালায়। হামলায় নিহত শিশুদের বয়স ১০ বছরের নিচে। তারা সম্পর্কে ভাইবোন।

২০১৭ সালে কাজাখস্তানের আস্তানা বৈঠকে রাশিয়া ও ইরান বাশার আল আসাদের নিয়ন্ত্রণে নেই এমন চারটি এলাকায় ‘নিরাপদ অঞ্চল’ তৈরির বিষয়ে সম্মত হয়। যদিও সিরিয়ার বাহিনী, ইরান সমর্থিত সশস্ত্র গোষ্ঠী ও রাশিয়া ইতোমধ্যে চারটির তিনটি এলাকা দখলে নিয়েছে। এখন তারা ইদলিব দখলের চেষ্টা চালিয়ে যাচ্ছে। ইদলিব বাশার আল আসাদ বিরোধীদের শেষ ঘাঁটি হিসেবে পরিচিত।

২০১৮ সালের সেপ্টেম্বরে ইদলিব অঞ্চলে যুদ্ধবিরতি শক্তিশালী করতে তুরস্ক রাশিয়ার সঙ্গে একটি চুক্তিতে পৌঁছে। তা সত্ত্বেও ২০১৯ সালের মে মাসে রাশিয়া হামলা জোরদার করে। পরে ২০২০ সালের ৫ মার্চে হওয়া আরও একটি চুক্তি অনুযায়ী বর্তমানে ওই অঞ্চলে ‍যুদ্ধবিরতি কার্যকর আছে। সম্প্রতি তুরস্ক উত্তরপশ্চিম সিরিয়ায় অভিযান পরিচালনার হুমকি দিয়েছে।

এম জি