বাণিজ্য বাড়াতে এফবিসিসিআই-ব্রাজিল চেম্বারের সমঝোতা
নিজস্ব প্রতিবেদক প্রকাশ: ২০২২-০৭-২২ ২১:৫৭:২৮
ফেডারেশন অব বাংলাদেশ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ড্রাস্ট্রি (এফবিসিসিআই) এবং রিও ডি জেনেইরো চেম্বার অব কমার্সের মধ্যে দ্বিপাক্ষিক বাণিজ্য সম্প্রসারণ বিষয়ে সমঝোতা স্মারক স্বাক্ষর করেছে।
ব্রাজিলের স্থানীয় সময় বুধবার (২০ জুলাই) পররাষ্ট্র প্রতিমন্ত্রী মো. শাহরিয়ার আলমের উপস্থিতিতে এ স্মারক সই করা হয়।
সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, এ সমঝোতা স্মারকের মাধ্যমে দ্বিপাক্ষিক ব্যবসা-বাণিজ্য সম্প্রসারণে নীতিগত ও কারিগরি সহযোগিতা প্রদান, অভিজ্ঞতা বিনিময়, শিল্প ও বিনিয়োগ সংশ্লিষ্ট তথ্য আদান-প্রদান, বাণিজ্য প্রতিনিধিদলের সফর, উদ্ভাবন ও গবেষণা ইত্যাদি গুরুত্বপূর্ণ বিষয়ে সহযোগিতার বিষয়ে প্রতিনিধিত্বকারী সংগঠন দুটি একমত পোষণ করেছে।
ব্রাজিলে বাংলাদেশের বাজার সম্প্রসারণের মাধ্যমে একটি ভারসাম্যপূর্ণ বাণিজ্যিক সম্পর্ক স্থাপনে সমঝোতা স্মারকটি সহায়ক ভূমিকা পালন করবে বলে আশাবাদ ব্যক্ত করেন প্রতিমন্ত্রী।
এফবিসিসিআই সভাপতি মো. জসীম উদ্দিন উল্লেখ করেন, দুই দেশের সরকার ও ব্যবসায়ী সংগঠনগুলোর সরাসরি সম্পৃক্ততা ছাড়াই বর্তমানে ব্রাজিল ও বাংলাদেশের দ্বিপাক্ষিক বাণিজ্য প্রায় ২ বিলিয়ন মার্কিন ডলারে পৌঁছেছে। ফলে ব্রাজিলের অন্যতম বৃহৎ চেম্বারের সঙ্গে বাংলাদেশের শীর্ষ ব্যবসায়ী সংগঠনের এ সমঝোতা স্মারক স্বাক্ষর উভয়মুখী বাণিজ্য সম্প্রসারণে কার্যকর ভূমিকা পালন করবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।
সমঝোতা স্মারক অনুষ্ঠানে ব্রাজিল বাংলাদেশ দূতাবাস আগামী দিনগুলোতেও দুই দেশের ব্যবসায়ীদের সব ধরনের সহযোগিতা করতে প্রস্তুত বলে দেশটিতে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত আশ্বস্ত করেন।
এএ