করোনায় আরও ৪ জনের মৃত্যু, শনাক্ত ৪৪৬
নিজস্ব প্রতিবেদক প্রকাশ: ২০২২-০৭-২৩ ১৭:১০:২৬
গত ২৪ ঘন্টায় সারাদেশে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে আরও ৪ জনের মৃত্যু হয়েছে। এ সময় ৪৪৬ জনের দেহে করোনাভাইরাস শনাক্ত হয়েছে।
এ নিয়ে মোট মৃতের সংখ্যা দাঁড়ালো ২৯ হাজার ২৬২ জনে। আর শনাক্ত হয়েছেন মোট ২০ লাখ ১ হাজার ৩৪৫ জন।
শনিবার (২৩ জুলাই) স্বাস্থ্য অধিদপ্তরের করোনাবিষয়ক নিয়মিত সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে।
উল্লিখিত সময়ে সুস্থ হয়েছেন ১ হাজার ৪৩৪ জন করোনা রোগী। এ পর্যন্ত করোনামুক্ত হয়েছেন ১৯ লাখ ৩৪ হাজার ৬৯৩ জন।
গত ২৪ ঘণ্টায় নমুনা পরীক্ষা বিবেচনায় করোনা শনাক্তের হার ১০ দশমিক ১০ শতাংশ। এ পর্যন্ত করোনা শনাক্তের গড় হার ১৩ দশমিক ৭৬ শতাংশ। সুস্থতার হার ৯৬ দশমিক ৬৭ শতাংশ। করোনায় মৃত্যুর হার ১ দশমিক ৪৬ শতাংশ।
এম জি