ট্রাকের ধাক্কায় ২ মোটরসাইকেল আরোহী নিহত

জেলা প্রতিনিধি আপডেট: ২০২২-০৭-২৪ ১৯:৪৬:২৩


ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের গাজীপুরের কড্ডা এলাকায় ট্রাকের ধাক্কায় মোটরসাইকেলের ২ আরোহী নিহত হয়েছে। রোববার (২৪ জুলাই) বিকেলে এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন, গাজীপুরের কালিয়াকৈর উপজেলার জাঙ্গালিয়াপাড়া এলাকার সামান আলীর ছেলে মাসুদ (২৩) ও একই এলাকার সাত্তারের ছেলে মো. রাহুল (২৪)।

পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, বিকেল ৫টার দিকে মোটরসাইকেলটি গাজীপুর হতে কোনাবাড়ির দিকে আসছিল। সেটি কড্ডা এলাকায় পৌঁছালে একইদিকে রওনা হওয়া ট্রাক ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলে দুই জন মারা যায়।

কোনাবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু সিদ্দিক জানান, দুর্ঘটনায় নিহতদের লাশ উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় চালক পালিয়ে গেলেও ট্রাক আটক করা হয়েছে। আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

এম জি