এসির কম্প্রেসার বিস্ফোরণ, নিহত ২
জেলা প্রতিনিধি প্রকাশ: ২০২২-০৭-২৪ ১৯:৪১:০৯
গাজীপুরের হোতাপাড়ায় এসির কম্প্রেসার বিস্ফোরণে দুইজন নিহত হয়েছেন। রোববার (২৪ জুলাই) বিকেলে সদর উপজেলার মনিপুর এলাকার এলিগ্যান্ট গার্মেন্টসে এ ঘটনা ঘটে।
জয়দেবপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মাহাতাফ উদ্দিন বিষয়টি নিশ্চিত করেন।
তিনি জানান, এলিগ্যান্ট গার্মেন্টসে এসির কম্প্রেসার মেরামত করার সময় হঠাৎ বিস্ফোরণ হয়। এ সময় মেকার ও তার সহযোগী নিহত হয়। তাৎক্ষণিকভাবে তাদের পরিচয় জানা যায়নি। এ বিষয়ে বিস্তারিত খোঁজ নেওয়া হচ্ছে।
এম জি