সার কেলেঙ্কারি: বিএডিসির ২ কর্মকর্তার যাবজ্জীবন

জেলা প্রতিনিধি প্রকাশ: ২০২২-০৭-২৪ ২১:১৭:৫৯


সার কেলেঙ্কারির অভিযোগে দুদকের মামলায় কিশোরগঞ্জ জেলার ভৈরবের বাংলাদেশ কৃষি উন্নয়ন করপোরেশনের (বিএডিসি) দুই কর্মকর্তাকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। এ ঘটনায় তিন ডিলারকে সাত বছর করে কারাদণ্ড দেওয়া হয়।

রোববার (২৪ জুলাই) ময়মনসিংহের বিশেষ জেলা দায়রা জজ আদালতের বিচারক মো. শাহাদত হোসেন এ আদেশ দেন। দুর্নীতি দমন কমিশনের (দুদক) রাষ্ট্রপক্ষের আইনজীবী কাজী শফিকুল হাসান বিষয়টি নিশ্চিত করেছেন।

কাজী শফিকুল হাসান জানান, ২০১৪ সালের ১৬ নভেম্বর কিশোরগঞ্জের ভৈরবে মজুদ সার না থাকায় ও সারের ঘাটতি হওয়ায় বাংলাদেশ কৃষি উন্নয়ন করপোরেশনের (বিএডিসি-সার) যুগ্ম পরিচালক মোহাম্মদ শহীদুল্লাহ শেখ বাদী হয়ে দুদকে মামলা করেন। ২০১৫ সালে ১০ জুলাই মামলার তদন্ত শেষে দুদক প্রতিবেদনসহ আদালতে অভিযোগপত্র দাখিল করা হয়।

শুনানি শেষে বিজ্ঞ বিচারক কিশোরগঞ্জ বিএডিসির (সার) সাবেক যুগ্ম পরিচালক আহাদ আলী ও ভৈরব বিএডিসির (সার) ভারপ্রাপ্ত সহকারী পরিচালক রেজাউল করিমকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন। এ ছাড়া প্রত্যেককে ১১ কোটি টাকা করে জরিমানা, অনাদায়ে আরও তিন বছর কারাদণ্ড দেওয়া হয়েছে।

বিএডিসির ডিলার নরসিংদীর হাজীপুরের নয়াপাড়া গ্রামের মৃত ফজলু মিয়ার ছেলে মো. হারিছুল হক, বেলাবো উপজেলার মো. মজিবুর রহমান খানের ছেলে সারোয়ারুল আলম সবুজ ও কিশোরগঞ্জের অষ্টগ্রামের বাঙ্গালপাড়া গ্রামের মৃত চুনীলাল রায়ের ছেলে লিটন রায়কে সাত বছর করে কারাদণ্ড দেওয়া হয়। এ ছাড়া প্রত্যেককে ৫০ হাজার টাকা করে জরিমানা, অনাদায়ে আরও তিন মাস করে কারাদণ্ডের আদেশ দিয়েছেন।

আসামি পক্ষের আইনজীবী মোহাম্মদ ফজলুল হক ও মকবুল হোসেন ভূঁইয়া মামলা পরিচালনা করেন।

এম জি