৫ দশমিক ৫ শতাংশ কমেছে ইস্পাতের বৈশ্বিক উৎপাদন

সান বিডি ডেস্ক প্রকাশ: ২০২২-০৭-২৫ ১৫:৩৭:৩৩


প্রতি মাসেই উল্লেখযোগ্য হারে কমছে ইস্পাত উৎপাদন। এ বছরের প্রথমার্ধে বৈশ্বিক উৎপাদন গত বছরের একই সময়ের তুলনায় ৫ দশমিক ৫ শতাংশ কমেছে। সম্প্রতি ওয়ার্ল্ড স্টিল অ্যাসোসিয়েশনের এক প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে।

বিশ্লেষকরা বলছেন, রাশিয়া-ইউক্রেন যুদ্ধের পর থেকে দেশে দেশে মূল্যস্ফীতি লাগামহীন হয়ে ওঠে। লাফিয়ে বাড়তে শুরু করে খাদ্যশস্য, ভোজ্যতেল, জ্বালানি তেল, ধাতব পণ্যসহ সব ধরনের পণ্যের দাম। পরিস্থিতি নিয়ন্ত্রণে কেন্দ্রীয় ব্যাংকগুলো বর্তমানে মুদ্রানীতি সংকোচনের পথে হাঁটছে। এরই মধ্যে যুক্তরাষ্ট্রে রেকর্ড মাত্রায় সুদহার বাড়ানো হয়েছে। অন্যান্য বড় অর্থনীতির দেশগুলোও সুদহার বাড়াচ্ছে। এতে বিশ্বজুড়ে অর্থনৈতিক মন্দার আশঙ্কা তীব্র হচ্ছে। আর তার নেতিবাচক প্রভাব পড়ছে অপরিশোধিত ইস্পাতের চাহিদায়।

ওয়ার্ল্ড স্টিল প্রতি মাসেই বৈশ্বিক ইস্পাত উৎপাদন পরিস্থিতি নিয়ে প্রতিবেদন প্রকাশ করে। ৬৪টি দেশের ওপর ভিত্তি করে এ প্রতিবেদন তৈরি করা হয়। বৈশ্বিক উৎপাদনের ৮৫ শতাংশই আসে এসব দেশ থেকে।

চলতি মাসে প্রকাশিত প্রতিবেদনে বলা হয়, এ বছরের প্রধমার্ধে অপরিশোধিত ইস্পাতের বৈশ্বিক উৎপাদন দাঁড়িয়েছে ৯৪ কোটি ৯৪ লাখ টনে। গত বছরের একই সময়ের তুলনায় উৎপাদন ৫ দশমিক ৫ শতাংশ কমেছে।

এদিকে গত মাসেও উৎপাদন ছিল বরাবরের মতোই নিম্নমুখী। এ সময় সব মিলিয়ে ১৫ কোটি ৮১ লাখ টন অপরিশোধিত ইস্পাত উৎপাদন হয়। গত বছরের একই সময়ের তুলনায় উৎপাদন ৫ দশমিক ৯ শতাংশ কমেছে। এ নিয়ে টানা ১২ মাসের মতো উৎপাদন কমার ঘটনা ঘটেছে।

এনজে