নিখোঁজের দুই দিন পর বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীর মরদেহ উদ্ধার

জেলা প্রতিনিধি প্রকাশ: ২০২২-০৭-২৫ ২০:৩৩:০০


নিখোঁজের দুই দিন পর নর্থ সাউথ ইউনিভার্সিটির শেষ বর্ষের এক শিক্ষার্থীর মরদেহ তুরাগ নদী থেকে উদ্ধার করেছে পুলিশ। সোমবার (২৫ জুলাই) দুপুরে গাজীপুর সিটি করপোরেশনের গাছা থানাধীন পলাশোনা ঘাট এলাকা থেকে তার লাশ উদ্ধার করা হয়।

নিহতের নাম মোয়াজের বিন আলম (২৪)। তিনি ঢাকার ভাটারা থানাধীন বসুন্ধরা আবাসিক এলাকার এফ ব্লকের রেজাউল আলম হিরোর ছেলে। তিনি নর্থ সাউথ ইউনিভার্সিটি’র অর্থনীতি (ইকোনোমিক) বিভাগের শেষ বর্ষের ছাত্র ছিলেন।

নিহতের মামা জহির উদ্দিন জানান, গত শনিবার সকালে পঞ্চগড় বেড়াতে যাওয়ার কথা বলে বাসা থেকে বের হন মোয়াজের বিন আলম। তিনি একাধিকবার মোবাইল ফোনে তার মায়ের সঙ্গে কথা বলেন। এর ঘন্টাখানেক পর নিখোঁজ হন আলম। তার সন্ধানে স্বজনরা বিভিন্নস্থানে খোঁজাখুজি করতে থাকেন।

জানা যায়, ঘটনার রাতে গাজীপুর সিটি করপোরেশনের বাসন থানাধীন ইসলামপুর ভাঙ্গা ব্রীজ এলাকায় তুরাগ নদীর পাড় থেকে পরিত্যক্ত অবস্থায় কাপড়, আইডি কার্ড ও মোবাইল ফোন উদ্ধার করে। নিহতের স্বজনরা ওই কাপড়, আইডি কার্ড ও মোবাইল ফোন নিখোঁজ আলমের বলে শনাক্ত করেন। এরপর হতে ইঞ্জিন চালিত নৌকাযোগে নিখোঁজ আলমের সন্ধান করা হয়। খোঁজাখুজির একপর্যায়ে নিখোঁজের দু’দিন পর সোমবার দুপুরে ভাঙ্গাব্রিজ থেকে কয়েক কিলোমিটার ভাটিতে গাজীপুর সিটি করপোরেশনের গাছা থানাধীন পলাশোনা ঘাট এলাকায় তুরাগ নদীতে আলমের লাশ ভাসতে দেখা যায়।

খবর পেয়ে নৌ পুলিশের সহায়তায় ঘটনাস্থল থেকে নিহতের লাশ উদ্ধার করা হয়। ধারণা করা হচ্ছে, নদীতে নামার পর স্রোতের তোড়ে ভেসে গিয়ে পানিতে তলিয়ে নিখোঁজ হন আলম। এতে তার মৃত্যু হয়। এ ব্যাপারে আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে।

দুপুর ২টায় নৌ-পুলিশ লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য গাজীপুর শহীদ তাজউদ্দিন আহমদ মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠায়।

টঙ্গী নৌ-ফাঁড়ির ইনচার্জ মো. হযরত আলী জানান, লাশটি ফুলে বিকৃত হয়ে গেছে। মৃত্যুর রহস্য উদঘাটনের জন্য লাশটি মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

এম জি