শাবিপ্রবি শিক্ষার্থীকে ছুরিকাঘাতে হত্যা

জেলা প্রতিনিধি প্রকাশ: ২০২২-০৭-২৫ ২১:৪৬:৪৮


শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (শাবিপ্রবি) এক ছাত্রকে ছুরিকাঘাতে হত্যা করা হয়েছে। নিহত শিক্ষার্থীর নাম বুলবুল আহমেদ। তিনি লোকপ্রশাসন বিভাগের তৃতীয় বর্ষের শিক্ষার্থী ছিলেন। তার বাড়ি নরসিংদী।

সোমবার (২৫ জুলাই) সন্ধ্যার পর তাকে হত্যা করা হয়।

বিশ্ববিদ্যালয়ের সহকারী প্রক্টর আবু হেনা পহিল জানান, সন্ধ্যার পর বিশ্ববিদ্যালয়ের ভেতরের টিলায় বুলবুলকে রক্তাক্ত অবস্থায় পড়ে থাকতে দেখে কয়েকজন শিক্ষার্থী। তারা তাকে উদ্ধার করে সিলেট এম.এ.জি. ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যায়। সেখানে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে।

ওসমানী মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ফাঁড়ির ইনচার্জ এসআই আলমগীর জানান, বুলবুলের লাশ হাসপাতালের মর্গে রয়েছে।

এম জি