অধ্যক্ষকে মারপিটের অভিযোগ

জেলা প্রতিনিধি প্রকাশ: ২০২২-০৭-২৫ ২২:০৯:৫৯


বগুড়ার গাবতলীতে পথ আটকিয়ে রুস্তম আলী নামের এক কলেজ অধ্যক্ষকে মারপিটের অভিযোগ উঠেছে। সোমবার (২৫ জুলাই) উপজেলার নামা দাঁড়াইল নামক স্থানে ঘটনাটি ঘটে। এ ঘটনায় ওই অধ্যক্ষ থানায় অভিযোগ করেন।

অভিযোগ সূত্রে জানা যায়, কলেজ পরিচালনা কমিটি গঠন নিয়ে বিরোধের জেরে অধ্যক্ষকে মারপিট করা হয়। মারপিটের শিকার রুস্তম আলী গাবতলী উপজেলার লাঠিগঞ্জ স্কুল অ্যান্ড কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ। সোমবার সকালে তিনি বাড়ি থেকে কলেজের উদ্দেশ্যে রওনা হন। এ সময় নামা দাঁড়াইল নামক স্থানে তাকে বহনকারী সিএনজিচালিত অটোরিকশার গতি রোধ করেন স্থানীয় কিছু ব্যক্তি। পরে তারা ওই শিক্ষককে অটোরিকশা থেকে নামিয়ে মারপিট করেন।

অধ্যক্ষ রুস্তম আলী জানান, স্থানীয় বাসিন্দা নজরুল ইসলাম খানের নেতৃত্বে ২০ থেকে ২৫ জন তাকে ঘিরে নিয়ে মারপিট করেন। কলেজের পরিচালনা পর্ষদ কেন গঠন করা হচ্ছে না এ বিষয় নিয়েই তাকে মারপিট করা হয়।

গাবতলী মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) সিরাজুল ইসলাম বলেন, অধ্যক্ষকে মারপিটের একটি অভিযোগ আমরা পেয়েছি। বিষয়টি তদন্ত করে ব্যবস্থা নেয়া হবে।

এম জি