ফের ইউরোপে গ্যাস সরবরাহ কমাচ্ছে রাশিয়া

আন্তর্জাতিক ডেস্ক প্রকাশ: ২০২২-০৭-২৬ ১৪:৩৫:৫৬


রাশিয়ান এনার্জি জায়ান্ট গ্যাজপ্রম জানিয়েছে, রক্ষণাবেক্ষণের কাজের কারণে নড স্ট্রিম-১ পাইপলাইনের মাধ্যমে ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) দেশগুলোতে আবারও ব্যাপকভাবে গ্যাস সরবরাহ কমিয়ে দেওয়া হবে।

কয়েকদিন আগেই গ্যাস সরবরাহ স্থগিত করে দিয়েছিল রাশিয়া। তারপর আবারও গ্যাস সরবরাহ চালু হয়। এক সপ্তাহ না যেতেই বুধবার থেকে আবারও পাইপলাইন মেরামত, টারবাইন বদল ও রক্ষণাবেক্ষণের কারণ দেখিয়ে গ্যাস সরবরাহ ৪০ শতাংশ থেকে কমিয়ে মাত্র ২০ শতাংশে নামিয়ে আনার ঘোষণা দিয়েছে গ্যাজপ্রম ও নর্ডস্ট্রিম কর্তৃপক্ষ। এতে জার্মানিসহ ইউরোপের বেশ কয়েকটি দেশে আবারও গ্যাস সংকট চরম আকার ধারণ করতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।

নর্ড স্ট্রিম কর্তৃপক্ষ জানায়, গ্যাস পাইপলাইনটির দুটি টারবাইনের একটিতে ত্রুটি ধরা পড়ায় গ্যাসের নিয়মিত সরবরাহ কমিয়ে আনা হয়েছে। তবে জার্মান অর্থ ও জ্বালানিমন্ত্রী জানান, পাইপলাইনে প্রকৌশলগত ত্রুটি থাকার বিষয়টি পুরোটাই মিথ্যা ও সাজানো। জার্মানিসহ পুরো ইউরোপের অর্থনীতি ধ্বংস করতেই রাশিয়া গ্যাস নিয়ে নোংরা খেলায় মেতে উঠেছে।

জ্বালানি সংকটে নাকাল জার্মানিসহ পুরো ইউরোপ। ইউক্রেন ইস্যুকে কেন্দ্র করে ক্ষণে ক্ষণে বদল হচ্ছে রাশিয়া থেকে আসা প্রাকৃতিক গ্যাসের পাইপলাইন নর্ডস্ট্রিম-১ এর গতিপ্রকৃতি। ইউরোপীয় ইউনিয়নের অভিযোগ, গ্যাসকে অস্ত্র হিসেবে ব্যবহার করছে রাশিয়া। ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি বলেছেন, গ্যাস নিয়ে রুশ প্রেসিডেন্ট ইউরোপের বিরুদ্ধে সরাসরি যুদ্ধ ঘোষণা করেছে।

এর আগে ইউক্রেনে রাশিয়ার সামরিক অভিযানের বিরোধিতা করায় বুলগেরিয়া, ডেনমার্ক, পোল্যান্ড, নেদারল্যান্ডস ও ফিনল্যান্ডে গ্যাসের নিয়মিত সরবরাহ বন্ধ করে দেয় রাশিয়া।

এনজে