বিক্ষোভ থেকে রাহুল গান্ধী আটক
আন্তর্জাতিক ডেস্ক প্রকাশ: ২০২২-০৭-২৬ ১৪:৪৯:৫৯
ভারতের বিরোধীদলীয় নেতা ও কংগ্রেসের সাবেক সভাপতি রাহুল গান্ধীকে আটক করেছে দিল্লি পুলিশ। মঙ্গলবার (২৬ জুলাই) দেশটির রাজধানীতে দ্রব্যমূল্য বৃদ্ধির প্রতিবাদে বিক্ষোভ করার সময় তাকে আটক করা হয়েছে। খবর এনডিটিভির।
প্রতিবেদনে বলা হয়েছে, মঙ্গলবার দ্রব্যমূল্য বৃদ্ধি এবং জিএসটির প্রতিবাদে নয়াদিল্লিতে পার্লামেন্ট ভবনের সামনের রাস্তায় কঠোর নিরাপত্তা থাকার পরও সেখানে বসে বিক্ষোভ শুরু করেন রাহুল গান্ধী। তার সঙ্গে কংগ্রেসের আরও অনেক আইনপ্রণেতা ও দলীয় কর্মীরা ছিলেন। প্রায় ৩০ মিনিট অবস্থানের পর তাকে আটক করে একটি গাড়িতে তুলেছে পুলিশ।
এম জি