শাবিপ্রবি শিক্ষার্থী হত্যা: তিন সন্দেহভাজন আটক
জেলা প্রতিনিধি প্রকাশ: ২০২২-০৭-২৬ ১৫:১৭:১৭
শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) শিক্ষার্থী বুলবুল আহমেদকে ছুরিকাঘাতে হত্যার ঘটনায় সন্দেহভাজন তিন জনকে আটক করেছে পুলিশ।
মঙ্গলবার (২৬ জুলাই) দুপুরে আটক তিন জনকে পুলিশের হেফাজতে রেখে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। আটক তিন জনই বহিরাগত। পুলিশের দাবি, তারা চিহ্নিত অপরাধী। তবে তাদের নাম পরিচয় জানানো হয়নি।
সিলেট মেট্রোপলিটন পুলিশের উপ-পুলিশ কমিশনার (মিডিয়া) আশরাফ উল্লাহ তাহের জানান, বহিরাগত তিন জনকে সোমবার রাতে আটক করেছে জালালাবাদ থানা পুলিশ। তারা এর আগে বিভিন্ন সময় নানা অপরাধের সঙ্গে জড়িত ছিলো। তদন্তের স্বার্থে আপাতত তাদের নাম প্রকাশ করা হচ্ছে না।
উল্লেখ্য, সোমবার (২৫ জুলাই) সন্ধ্যায় বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের গাজীকালুর টিলায় বুলবুলকে ছুরিকাঘাত করা হয়। পরে তাকে উদ্ধার করে সিলেট এম. এ. জি. ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
বুলবুল আহমেদ লোকপ্রশাসন বিভাগের তৃতীয় বর্ষের শিক্ষার্থী ছিলেন। তার বাড়ি নরসিংদী।
এম জি