দর বৃদ্ধির শীর্ষে সোনারবাংলা ইন্স্যুরেন্স

পুঁজিবাজার ডেস্ক প্রকাশ: ২০২২-০৭-২৬ ১৫:৩৭:১৪


সপ্তাহের তৃতীয় কার্যদিবস মঙ্গলবার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) শেয়ার দর বৃদ্ধির শীর্ষে উঠে এসেছে সোনারবাংলা ইন্স্যুরেন্স লিমিটেড। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

জানা গেছে, কোম্পানিটির শেয়ার দর বৃদ্ধি পেয়েছে ১০ শতাংশ। কোম্পানিটি ৩৫৮ বারে ১ লাখ ৭৩ হাজার ১১৩ টি শেয়ার লেনদেন করেছে। যার বাজার মূল্য ৮৯ লাখ টাকা।

তালিকায় ২য় স্থানে থাকা কাট্টালি টেক্সটাইলের শেয়ার দর বৃদ্ধি পেয়েছে ৯ দশমিক ৮৬ শতাংশ। কোম্পানিটি ৩ হাজার ৩৮৩ বারে ৮৫ লাখ ৬৭ হাজার ২১০ টি শেয়ার লেনদেন করেছে। যার বাজার মূল্য ২০ কোটি ৭৪ লাখ টাকা।

তালিকার ৩য় স্থানে থাকা ফনিক্স ফাইন্যান্স-১ম মিউচুয়াল ফান্ডের ইউনিট দর বৃদ্ধি পেয়েছে ৯ দশমিক ০৯ শতাংশ। ফান্ডটি ৩৯৯ বারে ১৩ লাখ ৪৮ হাজার ৯৯৪ টি ইউনিট লেনদেন করেছে। যার বাজার মূল্য ১ কোটি ৪৩ হাজার টাকা।

তালিকায় থাকা অন্যান্য কোম্পানিগুলোর মধ্যে-প্রগতি লাইফ ইন্স্যুরেন্সের ৮.৪৮ শতাংশ, এসইএম লেকচার মিউচুয়াল ফান্ডের ৭.৯৫ শতাংশ, গ্লোবাল ইন্স্যুরেন্সের ৭.২৭ শতাংশ, বিজিআইসির ৭.২৩ শতাংশ, ঢাকা ইন্স্যুরেন্সের ৭.০১ শতাংশ, ভিএএম এলআরবিবি মিউচুয়াল ফান্ডের ৬.৯৪ শতাংশ, ইউনাইটেড ইন্স্যুরেন্সের ৬.৪৬ শতাংশ দর বেড়েছে।

পুঁজিবাজারের সব খবর পেতে জয়েন করুন 

Sunbd Newsক্যাপিটাল নিউজক্যাপিটাল ভিউজস্টক নিউজশেয়ারবাজারের খবরা-খবর

সানবিডি/এসকেএস