ঢাকা সফর বাতিল করলেন হিনা রব্বানী

আন্তর্জাতিক ডেস্ক প্রকাশ: ২০২২-০৭-২৬ ১৮:৩৩:১৩


কথা থাকলেও ঢাকায় আসছেন না পাকিস্তানের পররাষ্ট্র প্রতিমন্ত্রী হিনা রব্বানী। আটটি মুসলিম রাষ্ট্রের সংগঠন ডি-৮ এর পররাষ্ট্রমন্ত্রী পর্যায়ের সম্মেলনে যোগ দিতে মঙ্গলবার (২৬ জুলাই) তার ঢাকায় আসার কথা ছিল। কিন্তু শেষ সময়ে এসে ঢাকা সফর বাতিল করেছেন তিনি।

কূটনৈতিক ও ঢাকায় পাকিস্তান হাইকমিশন সূত্রে এ তথ্য নিশ্চিত হওয়া গেছে।

কূটনৈতিক একটি সূত্র জানায়, ডি-৮ এর পররাষ্ট্রমন্ত্রী পর্যায়ের সম্মেলনে ইসলামাবাদ ঢাকায় পররাষ্ট্র প্রতিমন্ত্রী হিনা রব্বানী খারকে পাঠানোর সিদ্ধান্ত চূড়ান্ত করে শেষ মুহূর্তে তার সফর বাতিল করেছে। শুধু তাই নয়, প্রতিনিধি হিসেবে দেশটির পররাষ্ট্রসচিবকেও ঢাকায় পাঠাচ্ছে না ইসলামাবাদ।

ইসলামাবাদ প্রতিমন্ত্রী হিনাকে পাঠানোর সিদ্ধান্ত বাতিল করলেও ফেডারেশন অব পাকিস্তান চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির (এফপিসিসিআই) একটি উচ্চ পর্যায়ের প্রতিনিধি দল এরইমধ্যে ঢাকায় অবস্থান করছে। তারা মঙ্গলবার ডি-৮ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির (ডি-৮ সিসিআই) ‘বিজনেস ফোরাম অ্যান্ড এক্সপো-২০২২’-তে অংশ নিয়েছে।

এএ