শিশুদের করোনার টিকা এ মাসেই: স্বাস্থ্যের ডিজি

নিজস্ব প্রতিবেদক প্রকাশ: ২০২২-০৭-২৬ ২০:৩৩:৫৮


স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক আবুল বাশার মোহাম্মদ খুরশিদ আলম বলেছেন, ৫ থেকে ১১ বছরের শিশুদের করোনার টিকা এই মাসেই দেওয়া শুরু হবে।

মঙ্গলবার (২৬ জুলাই) ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে বুস্টার ডোজ কার্যক্রম পরিদর্শন শেষে সাংবাদিকদের তিনি এ কথা জানান।

এসময় স্বাস্থ্য মহাপরিচালক বলেন, প্রাথমিকভাবে ঢাকাতে এই টিকাদান কর্মসূচি শুরু হবে। পরবর্তীতে সারা দেশে এ কার্যক্রম চলবে। শিশুদের যে টিকা দেওয়া হবে, সে ডোজগুলো আলাদা। দু’এক দিনের মধ্যে আমাদের হাতে বেশ কিছু টিকা ও সিরিঞ্জ এসে পৌঁছাবে। শিশুদের টিকার বিষয়ে আমরা শিক্ষা মন্ত্রণালয়ের সঙ্গে সভা করেছি। এছাড়া, এই কার্যক্রমের সঙ্গে যারা সংশ্লিষ্ট, সবাইকে নিয়ে একটা সমন্বয় সভা করবো। তারপর সারা দেশে শিশুদের এই টিকা কার্যক্রম শুরু করবো।

বুস্টার ডোজের বিষয়ে স্বাস্থ্যের ডিজি বলেন, বুস্টার ডোজের লক্ষ্যমাত্রা ৭৫ লাখ। সেটা পূরণ না হলে প্রয়োজনে এই কার্যক্রমের সময়সীমা আরও বাড়ানো হবে। আমরা চাই, যারা টিকার প্রথম ও দ্বিতীয় ডোজ নিয়েছেন, তারা দ্রুত বুস্টার ডোজ নিয়ে নেবেন। এছাড়া, যারা করোনার কোনো ডোজই নেননি, তাদেরকেও টিকা নেওয়ার অনুরোধ জানাই।

এম জি