ফিলিপাইনে ৭.৩ মাত্রার শক্তিশালী ভূমিকম্প

আন্তর্জাতিক ডেস্ক প্রকাশ: ২০২২-০৭-২৭ ০৯:৩৫:৫৫


দক্ষিণ পশ্চিম এশিয়ার দেশে ফিলিপাইনের উপকূলে মঙ্গলবার শক্তিশালী ভূমিকম্প অনুভূত হয়েছে। মার্কিন ভূতাত্ত্বিক জরিপ সংস্থা ইউএসজিএস জানিয়েছে, রিখটার স্কেলে এর তীব্রতা ছিল ৭ দশমিক ৩। ভূ-পৃষ্ঠ থেকে এর গভীরতা ছিল ৬১২ দশমিক ৭ কিলোমিটার।

শক্তিশালী এ ভূমিকম্পটি উপকূলীয় এলাকাতে হওয়ায় এর ফলে ব্যাপক হতাহত ও ক্ষয়-ক্ষতির ঘটনা ঘটেনি। তবে ফিলিপাইনের ভূমিকম্প বিশেষজ্ঞরা বলছেন, এটা ব্যাপক ক্ষয়ক্ষতি সংঘটন কিংবা সুনামি’র মতো তাণ্ডব তৈরি করতে পারতো। সূত্র: ইউএসজিএস, ইন্ডিপেনডেন্ট।

এনজে