ট্রাকচাকায় মা-মেয়ের মৃত্যু

জেলা প্রতিনিধি প্রকাশ: ২০২২-০৭-২৭ ১৫:০০:৫৭


মাদারীপুরের রাজৈরে ট্রাকের চাকায় পৃষ্ট হয়ে মা ও মেয়ে নিহত হয়েছেন। বুধবার (২৭ জুলাই) সকালে ঢাকা-বরিশাল মহাসড়কের উপজেলার বৈলগ্রাম নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন, ভাংগা উপজেলার ছলিমদিয়া গ্রামের নুরু মাতুব্বরের স্ত্রী রওশন আরা বেগম (৪৫) ও তার মেয়ে আল্লাদী আক্তার (২০)।

পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানায়, বুধবার সকালে উপজেলার বৈলগ্রাম নামক স্থানে রাজৈর গামী একটি যাত্রীবাহী অটো উল্টে পড়ে যায়। এসময় পিছন থেকে আসা একটি পিয়াজ ভর্তি ট্রাকের চাকায় পৃষ্ট হয়ে ঘটনাস্থলেই অটো থেকে পড়ে যাওয়া যাত্রী মা রওশন আরা বেগম (৪৫) ও মেয়ে আল্লাদী আক্তার (২০) নিহত হয়।

মস্তফাপুর হাইওয়ে পুলিশের এসআই জুয়েল ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, লাশ উদ্ধার করে মর্গে প্রেরণ করা হয়েছে। ট্রাকটি আটক করা হয়েছে।

এম জি