চাঁদপুর মাছঘাটে প্রচুর ইলিশের আমদানি

নিজস্ব প্রতিবেদক প্রকাশ: ২০২২-০৭-২৭ ১৫:৪১:১১


চাঁদপুরে অবস্থিত ইলিশের পাইকারি বাজার বড়স্টেশন মাছঘাটে ইলিশের আমদানি বেড়েছে। এখানে এখন ইলিশ আর ইলিশ ছাড়া যেন আর কিছুই চোখে পড়ে না। অধিকাংশ মাছ আসছে সাগর মোহনা অঞ্চল থেকে। সাগর মোহনায় ইলিশ ধরা পড়লেও চাঁদপুরের পদ্মা-মেঘনায় খুব একটা ইলিশের দেখা মিলছে না।

ইলিশের অধিক আমদানি বাড়ায় কর্মব্যস্ততা বেড়েছে মৎস্য ব্যবসায়ী ও শ্রমিকদের। বর্তমানে প্রতিদিন কমপক্ষে দুই থেকে তিন হাজার মণ ইলিশ আমদানি হচ্ছে। ফলে ঝিমিয়ে পড়া বড়স্টেশন মাছঘাট যেন হাঁকডাকে সরগরম হয়ে উঠেছে।

চাঁদপুর বড়স্টেশন মাছঘাটে দেখা যায়, বিক্রেতাদের হাঁকডাকে মুখরিত ইলিশের পাইকারি বাজার। সকাল থেকে বিকাল পর্যন্ত ঘাটে ইলিশের ব্যাপক সমারোহ। প্রতিটি আড়তের সামনে ইলিশের বড় বড় স্তূপ। পাশেই বরফ ভেঙে প্যাকেটজাত করা হচ্ছে ইলিশ।

এ বিষয়ে চাঁদপুর মৎস্য বণিক সমিতির সাবেক সভাপতি আলহাজ মিজানুর রহমান কালু ভূঁইয়া বলেন, একটা সময় চাঁদপুরের পদ্মার ইলিশে সরগরম থাকত চাঁদপুর বড়স্টেশন মাছঘাট। কিন্তু হঠাৎ করে কয়েক বছর ধরে চাঁদপুরে পদ্মা-মেঘনা ইলিশের তেমন দেখা মিলছে না। এতে করে ইলিশের ঘাটতি দেখা দিয়েছে। তবে অন্যদিকে চাঁদপুরের ইলিশ না থাকলেও দক্ষিণাঞ্চল ও সাগর মোহনার প্রচুর ইলিশ চারঘাটে আসছে। ইলিশের আমদানি বৃদ্ধি পাওয়ায় দাম অনেকটা কমে এসেছে।

ব্যবসায়ীরা জানান, বর্তমানের চাঁদপুর মাছঘাটে ৭০০ থেকে ৮০০ গ্রামের ইলিশের কেজি ৭০০ থেকে ৮০০ টাকা, ১ কেজি ওজনের ইলিশের দাম এক হাজার থেকে ১২০০ টাকা। এ ছাড়া মাঝারি আকৃতির ইলিশের মণ ২৪ থেকে ২৬ হাজার টাকা দর চলছে।

এনজে