ব্লক মার্কেটে ইসলামী ব্যাংকের লেনদেন ২৭১ কোটি টাকার

পুঁজিবাজার ডেস্ক প্রকাশ: ২০২২-০৭-২৭ ১৬:৫২:২৮


সপ্তাহের চতুর্থ কার্যদিবস বুধবার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) ব্লক মার্কেটে ৩৪টি কোম্পানির ৩০০ কোটি টাকার লেনদেন হয়েছে। কোম্পানিগুলোর মধ্যে ইসলামী ব্যাংকের বড় লেনদেন হয়েছে।

ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

জানা গেছে, কোম্পানিগুলোর ৮ কোটি ৯০ লাখ ০৮ হাজার ০৯১টি শেয়ার ৭৯ বার হাত বদলের মাধ্যমে ৩০০ কোটি ৩৮ লাখ ৩০ হাজার টাকার লেনদেন হয়েছে।

কোম্পানিগুলোর মধ্যে সবচেয়ে বেশি অর্থাৎ ২৭১ কোটি ৪৪ লাখ ৯৭ হাজার টাকার লেনদেন হয়েছে ইসলামী ব্যাংকের। দ্বিতীয় সর্বোচ্চ ৬ কোটি ৪৩ লাখ ১৬ হাজার টাকার ফরচুন সুজের, তৃতীয় সর্বোচ্চ আইপিডিসির ৪ কোটি ৫০ লাখ ২৫ হাজার টাকার, চতুর্থ সর্বোচ্চ আলহাজ্ব টেক্সটাইলের ৩ কোটি ৭৮ লাখ ৭৬ হাজার টাকার এবং পঞ্চম সর্বোচ্চ ৩ কোটি ৪৫ লাখ টাকার লেনদেন হয়েছে ট্রাস্ট ব্যাংকের।

পুঁজিবাজারের সব খবর পেতে জয়েন করুন 

Sunbd Newsক্যাপিটাল নিউজক্যাপিটাল ভিউজস্টক নিউজশেয়ারবাজারের খবরা-খবর

সানবিডি/এসকেএস