ইউপি নির্বাচন সুষ্ঠু হয়েছে: ইসি

নিজস্ব প্রতিবেদক প্রকাশ: ২০২২-০৭-২৭ ২১:৫২:৪৪


চারটি পৌরসভা ও ১৫টি ইউনিয়ন পরিষদের (ইউপি) ভোট সুষ্ঠু, অবাধ ও শান্তিপূর্ণভাবে সম্পন্ন হয়েছে বলে দাবি করেছে নির্বাচন কমিশন (ইসি)।

বুধবার (২৭ জুলাই) ইসি এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ দাবি করা হয়েছে।

এতে বলা হয়েছে, শান্তিপূর্ণ ভোটগ্রহণ শেষে গণণার কাজ চলছে। সব নির্বাচনি এলাকায় সুষ্ঠু ও শান্তিপূর্ণ পরিবেশে নির্বাচন অনুষ্ঠানের জন্য যাবতীয় ব্যবস্থা গ্রহণ করা হয়েছে এবং আইনশৃঙ্খলাবাহিনীর প্রয়োজনীয় সদস্য মোতায়েন আছে।

এর আগে, বুধবার সকাল ৮টা থেকে ইভিএম পদ্ধতিতে এ ভোটগ্রহণ শুরু হয়। নির্বাচনে মোট ভোটার ৭৬ হাজার ৪৪৫ জন। কেন্দ্র ৩৯টি। নির্বাচনে ইউপি চেয়ারম্যান পদে ২১ জন, সাধারণ সদস্য পদে ১৩২ জন ও সংরক্ষিত সদস্য পদে ৪৭ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন।

যে চারটি পৌরসভায় ভোট হয়েছে- জয়পুরহাটের পাঁচবিবি ও ক্ষেতলাল, ঢাকার দোহার ও জামালপুরের দেওয়ানগঞ্জ পৌরসভা।

যে ১৫টি ইউপিতে ভোট হয়েছে- ঠাকুরগাঁওয়ের রানীশংকৈলের হোসেনগাঁও, বাঁচোর ও নন্দুয়ার। পাবনার সাঁথিয়ার করমজা। টাঙ্গাইল সদরের ছিলিমপুর, কাতুলী, মাহমুদনগর ও কাকুয়া। ফরিদপুরের মধুখালীর ডুমাইন, মেঘচামী ও আড়পাড়া। ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরের কাইতলা (উত্তর)। চাঁদপুরের মতলব দক্ষিণের খাদেরগাঁও এবং লক্ষ্মীপুরের রামগতির বড়খেরী ও চর আব্দুল্যাহ।

এম জি