প্রথম দফায় স্মার্ট আইডি কার্ড পাচ্ছেন সাড়ে ২৪ হাজার মুক্তিযোদ্ধা
নিজস্ব প্রতিবেদক প্রকাশ: ২০২২-০৭-২৮ ১৬:০১:১৬
প্রথম দফায় দেশের ১৭টি জেলার ২৪ হাজার ৭৬১ জন বীর মুক্তিযোদ্ধাকে স্মার্ট আইডি কার্ড এবং ৪৬ হাজার ৮০৩ জনের পরিবারকে ডিজিটাল সার্টিফিকেট দেওয়া হচ্ছে বলে জানিয়েছেন মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক।
বৃহস্পতিবার (২৮ জুলাই) মুক্তিযুদ্ধ মন্ত্রণালয়ে বীর মুক্তিযোদ্ধাদের ডিজিটাল সার্টিফিকেট ও স্মার্ট আইডি কার্ড বিতরণ কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধনী অনুষ্ঠানে এ কথা জানান তিনি।
আ ক ম মোজাম্মেল হক জানান, প্রথম ধাপে ১৭ জেলা-কিশোরগঞ্জ, গোপালগঞ্জ, গাজীপুর, মাদারীপুর, নড়াইল, মৌলভীবাজার, হবিগঞ্জ, সুনামগঞ্জ, বাগেরহাট, সাতক্ষীরা, যশোর, ঝিনাইদহ, মাগুরা, ঢাকা, শরীয়তপুর, মেহেরপুর, নারায়ণগঞ্জের বীর মুক্তিযোদ্ধারা স্মার্ট আইডি কার্ড পাবেন।
তিনি জানান, বাকি ৪৭ জেলার স্মার্ট আইডি কার্ড ও ডিজিটাল সার্টিফিকেট প্রিন্টিংয়ের কাজ শেষ হতে আরও দেড় মাস সময় লাগবে।
মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রণালয় জানিয়েছে, জীবিত বীর মুক্তিযোদ্ধারা ডিজিটাল আইডি কার্ড পাচ্ছেন। আর মারা গেছেন যেসব মুক্তিযোদ্ধা, তাদের পরিবারকে দেওয়া হবে ডিজিটাল সার্টিফিকেট।
অনুষ্ঠানে মন্ত্রণালয়ের সচিব খাজা মিয়া জানান, এসব ডিজিটাল সার্টিফিকেট ও স্মার্ট আইডি কার্ড সংশ্লিষ্ট উপজেলা নির্বাহী অফিসার, মহানগরের ক্ষেত্রে সংশ্লিষ্ট জেলা প্রশাসকের কার্যালয়ের মাধ্যমে বিতরণ করা হবে।
এম জি