হিলিতে কেজিতে ৪-৫ টাকা বেড়েছে পেঁয়াজের দাম

নিজস্ব প্রতিবেদক প্রকাশ: ২০২২-০৭-৩০ ১০:০৫:৩২


দিনাজপুরের হিলি স্থলবন্দরে ডলারের মূল্য বেড়ে যাওয়ায় এবং আমদানি কমে যাওয়ার অজুহাতে পাইকারিতে পেঁয়াজের দাম কেজিতে ৪-৫ টাকা করে বেড়েছে। দুদিন আগেও বন্দরে ইন্দোর জাতের প্রতি কেজি ১৮ টাকা দরে বিক্রি হলেও বর্তমানে তা ২২-২৩ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে।

হিলি স্থলবন্দরের জনসংযোগ কর্মকর্তা সোহরাব হোসেন বলেন, বন্দর দিয়ে পেঁয়াজ আমদানি অব্যাহত রয়েছে। বন্দর দিয়ে ২৩ জুলাই ১৩টি ট্রাকে ৩৮৮ টন পেঁয়াজ আমদানি হয়েছে। ২৪ জুলাই ৩৪টি ট্রাকে ৯৬৫, ২৫ জুলাই ২৯টি ট্রাকে ৮১৫, ২৬ জুলাই ১৯টি ট্রাকে ৫২৩, ২৭ জুলাই ২৮টি ট্রাকে ৭৯৬, ২৮ জুলাই ৩০টি ট্রাকে ৮২৫ পেঁয়াজ আমদানি হয়েছে। পেঁয়াজ যেহেতু কাঁচামাল, দ্রুতপচনশীল, তাই কাস্টমসের সব প্রক্রিয়া শেষে আমদানিকারকরা যেন দ্রুত খালাস করে নিতে পারেন, এজন্য বন্দর কর্তৃপক্ষ সব ধরনের ব্যবস্থা নিয়েছে।

এনজে