হবিগঞ্জে সড়ক দুর্ঘটনায় চালক-হেলপার নিহত
নিজস্ব প্রতিবেদক প্রকাশ: ২০২২-০৭-৩০ ১৩:৪৩:৫০
হবিগঞ্জের বাহুবলে সড়ক দুর্ঘটনায় ট্রাকচালক ও তার সহকারী মৃত্যু হয়েছে। আজ শনিবার (৩০ জুলাই) ভোর ৫টার দিকে ঢাকা-সিলেট মহাসড়কের বাহুবলের বাগান বাড়ি নামক স্থানে এ ঘটনাটি ঘটে।
এ বিষয়ে পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, শনিবার ভোর ৫টার দিকে বাহুবলের বাগান বাড়ি নামক স্থানে সিলেটগামী রডবোঝাই ট্রাকের চাকা পরিবর্তন করছিল। এসময় পেছন দিক থেকে আসা অপর একটি ট্রাক দাঁড়িয়ে থাকা ট্রাকের পিছনে ধাক্কা দেয়।
এতে ট্রাকের নিচে থাকা চালক ও তার সহকারী চাকায় পিষ্ট হয়ে ঘটনাস্থলেই মৃত্যুবরণ করেন।
শায়েস্তাগঞ্জ হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সালাহ উদ্দিন বলেন, ‘নিহতদের উদ্ধার করলেও তাদের পরিচয় নিশ্চিত হওয়া যায়নি।
এনজে