রাবি ছাত্রীর রহস্যজনক মৃত্যু, স্বামী গ্রেফতার
জেলা প্রতিনিধি প্রকাশ: ২০২২-০৭-৩০ ১৭:০৯:১২
রাজশাহী বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের ছাত্রী রিক্তা আক্তারের ‘সন্দেহজনক’ মৃত্যুর ঘটনায় তার স্বামী আব্দুল্লাহ ইশতিয়াক রাব্বিকে গ্রপ্তার করেছে পুলিশ। রিক্তার বাবা লিয়াকত আলীর দায়ের করা হত্যা মামলায় তাকে গ্রেপ্তার দেখিয়ে জেল হাজতে পাঠানো হয়েছে।
শনিবার (৩০ জুলাই) রাজশাহীর মতিহার থানার ওসি আনোয়ার আলী তুহিন বিষয়টি নিশ্চিত করে বলেন, ছাত্রীর বাবা বাদী হয়ে হত্যা মামলা করেছেন। ৩০২ ধারায় তার স্বামী ইশতিয়াক রাব্বিকে গ্রেপ্তার দেখিয়ে জেল হাজতে পাঠানো হয়েছে।
তিনি আরো বলেন, রিক্তার মৃত্যু সন্দেহজনক। বলা হচ্ছে যে, রিক্তা আত্মহত্যা করেছে। তবে এটি নিয়ে যতেষ্ট সন্দেহ রয়েছে। পোস্টমর্টেম রিপোর্ট না পাওয়া পর্যন্ত এর চেয়ে বেশি বলা যাবে না।
ময়নাতদন্ত শেষে রিক্তার মরদেহ তার পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে বলে জানিয়েছেন ওসি।
রিক্তা রাজশাহী বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের ২০১৮-১৯ শিক্ষাবর্ষের শিক্ষার্থী। তার গ্রামের বাড়ি কুষ্টিয়া জেলার কুমারখালিতে।
রিক্তার স্বামী রাব্বি একই বিশ্ববিদ্যালয়ের ফলিত গণিত বিভাগের ছাত্র। তার বাড়ি ঝিনাইদহ জেলায়। তাদের দুজনের মধ্যে প্রেমের সম্পর্ক ছিল। এরপর পারিবারিকভাবে তাদের বিয়ে হয়। বিশ্ববিদ্যালয় সংলগ্ন ধরমপুর এলাকায় ভাড়া বাসায় থাকতেন তারা।
এর আগে শুক্রবার দিবাগত রাতে রিক্তাকে ‘অসুস্থ’ অবস্থায় রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে নিয়ে যাওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। রাব্বির পক্ষ থেকে রিক্তার মৃত্যুর বিষয়টিকে আত্মহত্যা দাবি করা হলেও তার পরিবার ও সহপাঠীরা এটিকে পরিকল্পিত হত্যাকাণ্ড বলে দাবি করছেন।
এম জি