কুড়িগ্রামে বজ্রপাতে নারীর মৃত্যু
নিজস্ব প্রতিবেদক প্রকাশ: ২০২২-০৭-৩১ ১৫:২৬:৪৮
কুড়িগ্রাম সদর উপজেলার বেলগাছা ইউনিয়নে বজ্রপাতে মিনারা বেগম (৪৫) নামে এক নারীর মৃত্যু হয়েছে।
আজ রোববার সকাল সাড়ে ১০টার দিকে বাড়ির পাশে খোলা মাঠে বৃষ্টির সময় ইউক্যালিপ্টাস গাছের নিচে আশ্রয় নিতে গিয়ে সেখানেই বজ্রপাতের ঘটনায় তার মৃত্যু হয়।
মিনারা বেগম ওই ইউনিয়নের পশ্চিম কল্যাণ গ্রামের দিনমজুর দবির উদ্দিনের স্ত্রী। তার তিন ছেলে ও একটি মেয়ের মধ্যে বড় ছেলে প্রতিবন্ধী। মিনারা বেগম নিজেও দিনমজুরের কাজ করেন।
এ বিষয়ে বেলগাছা ইউনিয়নের চেয়ারম্যান লিটন মিয়া জানান, সকালে টিপটিপ বৃষ্টির মধ্যে প্রতিবেশী বাড়িতে কাজের খোঁজে মিনারা বেগম বাড়ি থেকে বের হয়। হঠাৎ বৃষ্টির প্রকোপ বেড়ে গেলে বাড়ির পাশে একটি খোলা মাঠে ইউক্যালিপ্টাস গাছের নিচে আশ্রয় নেয়। সেখানেই বজ্রপাতে তার মৃত্যু হয়।
এনজে