দর পতনের শীর্ষে ইউনাইটেড ইন্স্যুরেন্স
পুঁজিবাজার ডেস্ক প্রকাশ: ২০২২-০৭-৩১ ১৬:৪৯:৪৩
সপ্তাহের প্রথম কার্যদিবস রোববার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) শেয়ার দর পতনের শীর্ষে উঠে এসেছে ইউনাইটেড ইন্স্যুরেন্স লিমিটেড।
ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
জানা গেছে, কোম্পানির শেয়ার দর আগের দিনের চেয়ে ২ দশমিক ৯২ শতাংশ কমেছে। কোম্পানিটি ১৫৬ বারে ৬০ হাজার ৬০৮ টি শেয়ার লেনদেন করে। যার বাজার মূল্য ২৯ লাখ টাকা।
তালিকায় দ্বিতীয় স্থানে ভ্যানগার্ড এএমএল রূপালী ব্যাংক ব্যালেন্সড ফান্ডের ইউনিট দর আগের দিনের চেয়ে ২ দশমিক ৬৩ শতাংশ কমেছে। ফান্ডটি ১৪ বারে ১৫ হাজার ২০১ টি ইউনিট লেনদেন করে। যার বাজার মূল্য ১ লাখ টাকা।
তালিকায় তৃতীয় স্থানে থাকা দুলামিয়া কটনের শেয়ার দর আগের দিনের চেয়ে ১ দশমিক ৭৮ শতাংশ কমেছে। কোম্পানিটি ৪৫ বারে ১৮ হাজার ১৭৮ টি শেয়ার লেনদেন করে। যার বাজার মূল্য ১৩ লাখ টাকা।
তালিকায় থাকা অন্যান্য কোম্পানির মধ্যে রয়েছে- ফনিক্স ফাইন্যান্স ফার্স্ট মিউচ্যুয়াল ফান্ডের ১.৭৬ শতাংশ, এইচআর টেক্সটাইলের ১ শতাংশ, ফরচুন সুজের ০.৭৪ শতাংশ এবং সিটি ব্যাংকের শেয়ার দর ০.৪৫ শতাংশ কমেছে।
পুঁজিবাজারের সব খবর পেতে জয়েন করুন
Sunbd News–ক্যাপিটাল নিউজ–ক্যাপিটাল ভিউজ–স্টক নিউজ–শেয়ারবাজারের খবরা-খবর
সানবিডি/এসকেএস