মৎস্য উন্নয়ন করপোরেশনে নতুন চেয়ারম্যান

নিজস্ব প্রতিবেদক প্রকাশ: ২০২২-০৭-৩১ ১৮:৪২:০০


মৎস্য উন্নয়ন করপোরেশনের নতুন চেয়ারম্যান হয়েছেন স্থানীয় সরকার বিভাগে সংযুক্ত অতিরিক্ত সচিব কাজী আশরাফ উদ্দিন।

রোববার (৩১ জুলাই) জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে এ সংক্রান্ত আদেশ জারি করা হয়েছে।

মন্ত্রণালয়ের অন্য আদেশে বিসিএস প্রশাসন একাডেমির এমডিএস (অতিরিক্ত সচিব) মো. জাহাঙ্গীর আলমকে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব করা হয়েছে।

জনপ্রশাসন মন্ত্রণালয়ের বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওএসডি) অতিরিক্ত সচিব মো. হামিদুর রহমান খানকে গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব হিসেবে বদলি করা হয়েছে।

পৃথক আদেশে জ্বালানি ও খনিজসম্পদ বিভাগে সংযুক্ত অতিরিক্ত সচিব মহ. শের আলীকে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ে বদলি করা হয়েছে।

এএ