বাস-লেগুনার সংঘর্ষে ২ কলেজছাত্র নিহত
জেলা প্রতিনিধি প্রকাশ: ২০২২-০৭-৩১ ১৯:৪০:১৭
রাজধানীর মিরপুর বেড়িবাঁধ এলাকায় বাস ও লেগুনার মুখোমুখি সংঘর্ষে দুই কলেজছাত্র নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও পাঁচজন।
রোববার (৩১ জুলাই) দুপুর ২টার দিকে এ দুর্ঘটনা ঘটে।
নিহত দুজন হলেন- মিরপুর কমার্স কলেজের শিক্ষার্থী জুবায়ের ও রবিউল ইসলাম রুবেল।
বিষয়টি নিশ্চিত করে শাহ আলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আমিনুল ইসলাম গণমাধ্যমকে বলেন, দুপুরে মিরপুর বেড়িবাঁধে বাস ও লেগুনার সংঘর্ষ হয়। এতে ৭ জন গুরুতর আহত হন। আহতদের উদ্ধার করে প্রথমে শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে জুবায়ের নামে একজনের মৃত্যু হয়। পরে সেখান থেকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসাধীন অবস্থায় রুবেল নামে আরেকজনের মৃত্যু হয়। ঘটনার পরপরই বাস ও লেগুনা পুলিশ হেফাজতে নিয়েছে।
এম জি