বঙ্গবন্ধুর সমাধিতে রূপালী ব্যাংক বঙ্গবন্ধু পরিষদের শ্রদ্ধা
সান বিডি ডেস্ক প্রকাশ: ২০২২-০৭-৩১ ২০:২৯:৩৭
জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতি শ্রদ্ধা জ্ঞাপন করেছে রাষ্ট্রায়ত্ব রূপালী ব্যাংক বঙ্গবন্ধু পরিষদ। শনিবার (৩০ জুলাই) সংগঠনটির সভাপতি সুজাত আলী জাকারিয়া ও সাধারণ সম্পাদক আল্লামা ইকবাল রানার নেতৃত্বে টুঙ্গীপাড়ায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিসৌধে পুষ্পস্তবক অর্পণ করা হয়।
এ সময় ডিএমডি মোহাম্মদ জাহাঙ্গীর, জিএম পারসুমা আলম, গোলাম মরতুজা, কাজী আবদুর রহমান, ডিজিএম ফখরুল হাসান, হেমন্ত কুমার দাস, নিজাম উদ্দিন, আফরোজা সুলতানা, মনিরুল হক, জেবু সুলতানা, মাহবুর রহমান, মো. সাইফুল ইসলাম, মো. আবদুল মান্নান মিয়াসহ ব্যাংকের উর্ধতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
এছাড়াও রূপালী ব্যাংক বঙ্গবন্ধু পরিষদের যুগ্ন সাধারণ সম্পাদক রিয়াজুল ইসলাম ও কার্যকরী সভাপতি এ কে এম মমিনুল ইসলামসহ সংগঠনের সকল নেতৃবৃন্দ এসময় উপস্থিত ছিলেন।
এএ