১ হাজার ৩৩৪ বাংলাদেশিকে ফেরত পাঠালো মালয়েশিয়া
নিজস্ব প্রতিবেদক প্রকাশ: ২০২২-০৮-০৭ ২১:৫৯:০৯
সাজা শেষে ১৯ হাজার ২৩৪ অভিবাসীকে নিজ নিজ দেশে ফেরত পাঠিয়েছে মালয়েশিয়া সরকার। চলতি বছরের রোববার (৭ আগস্ট) পর্যন্ত তাদের পাঠানো হয়েছে।
ফেরত পাঠানো অবৈধ অভিবাসীদের মধ্যে এক হাজার ৩৩৪ জন বাংলাদেশি রয়েছে। তবে সবচেয়ে বেশি দুই হাজার ২০০ জন মিয়ানমার, এক হাজার ৫০০ জন ভিয়েতনাম ও এক হাজার ২০০ জন থাইল্যান্ডের নাগরিক। এছাড়া এই সময়ের মধ্যে ১৩ হাজার বিভিন্ন দেশের নাগরিককে নিজ নিজ দেশে ফেরত পাঠানো হয়েছে।
রোববার স্থানীয় এক সংবাদমাধ্যমকে এ তথ্য জানান দেশটির অভিবাসন বিভাগের মহাপরিচালক দাতুক সেরি খাইরুল জাইমি দাউদ।
তিনি বলেন, প্রত্যাবাসন চুক্তির নথি সম্পূর্ণ করার জন্য এখনো ১৫ হাজার ৫৩৪ জন অবৈধ অভিবাসীকে আটক রয়েছেন।
এম জি