রাজন হত্যা: কামরুলকে নিয়ে দেশে ফিরেছে পুলিশ
|| প্রকাশ: ২০১৫-১০-১৫ ১৫:৩৭:০৮ || আপডেট: ২০১৫-১০-১৫ ১৫:৪০:০৬

পৈশাচিক নির্যাতনে শিশু রাজন হত্যা মামলার পলাতক আসামি কামরুল ইসলামকে নিয়ে সৌদি আরব থেকে দেশে ফিরেছে পুলিশের বিশেষ টিম। বৃহস্পতিবার বিকাল ৩টা ১০ মিনিটের দিকে বাংলাদেশ বিমানের একটি ফ্লাইটে কামরুলকে নিয়ে ঢাকায় পৌঁছায় দলটি। পুলিশ সদর দফতরের সহকারী পুলিশ মহাপরিদর্শক (এআইজি) নজরুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।
প্রতিনিধি দলে রযেছেন-পুলিশ সদর দফতরের অতিরিক্ত পুলিশ সুপার মাহবুবুল করিম, সিলেট মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত উপকমিশনার রহমত উল্লাহ ও বিমানবন্দর থানার সিনিয়র সহকারী পুলিশ সুপার আ ফ ম নিজাম উদ্দিন।
গত মঙ্গলবার সৌদিতে আটক কামরুলকে বাংলাদেশের পুলিশের কাছে হস্তান্তর করে সৌদি কর্তৃপক্ষ। সৌদি আরবে বাংলাদেশ কনস্যুলেট জেনারেল মঙ্গলবার পররাষ্ট্র মন্ত্রণালয়কে জানান, আসামি কামরুলকে বাংলাদেশ পুলিশের হাতে তুলে দেয়ায় সৌদি সরকারকে বাংলাদেশ দূতাবাসের পক্ষ থেকে ধন্যবাদ জানানো হয়েছে।
সৌদি আরবে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত গোলাম মসিহ সাংবাদিকদের জানিয়েছেন, বাংলাদেশ ও সৌদির মধ্যে বন্দি প্রত্যর্পণ চুক্তি নেই। তাই ইন্টারপোলের মাধ্যমে কামরুলকে ফেরত আনার ব্যবস্থা করা হয়েছে।
গত ৮ জুলাই ভোরে নির্মমভাবে পিটিয়ে খুন করা হয় শিশু রাজনকে। নির্যাতনকারীরাই শিশুটিকে পেটানোর ভিডিও ধারণ করে এবং তা ইন্টারনেটে ছড়িয়ে দেয়। ২৮ মিনিটের ওই ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়লে সর্বত্র তোলপাড় সৃষ্টি হয়।
এ বিভাগের অন্যান্য সংবাদ
-
দাবি পূরণের আশ্বাসে বেনাপোল বন্দরে ধর্মঘট প্রত্যাহার
-
সেবার মান বৃদ্ধি করে জনগণের দ্বারপ্রান্তে পৌঁছে দিতে হবে: শামীম
-
দিনাজপুরে সড়কে ইউপি সদস্যসহ ৩ জন নিহত
-
ডিসেম্বরে পদ্মা সেতুর রেল সংযোগের উদ্বোধন
-
উত্ত্যক্তের প্রতিকার চেয়ে পুলিশ কর্মকর্তার হাতে ধর্ষণের শিকার কলেজছাত্রী
-
১৭ মে থেকে বেনাপোল বন্দর দিয়ে পণ্য পরিবহন বন্ধ