প্রশিক্ষনপ্রাপ্ত নতুন উদ্যোক্তাদের মাঝে ইউসিবির ঋণ বিতরণ
সান বিডি ডেস্ক প্রকাশ: ২০২২-১১-০১ ২১:৩৭:১১
বাংলাদেশ ব্যাংক কর্তৃক আয়োজিত SEIP-Tranche –III কনফারেন্সে ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক লিমিটেড এর মাধ্যমে প্রশিক্ষনপ্রাপ্ত নতুন উদ্যোক্তাদের মাঝে ঋণ বিতরনের স্মারক চেক প্রদান করা হয়েছে।
বাংলাদেশ ব্যাংকের গভর্নর আব্দুর রউফ তালুকদার, ডেপুটি গভর্নর আবু ফারাহ মোঃ নাসের এবং ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক লিমিটেড এর ব্যবস্থাপনা পরিচালক ও সিইও আরিফ কাদরী এ স্মারক চেক প্রদান করেন।
উক্ত অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন মোঃ এখলাসুর রহমান, নির্বাহী প্রকল্প পরিচালক, SEIP প্রকল্প, মোঃ শাহ্ আলম ভূঁইয়া, উপব্যবস্থাপনা পরিচালক, ইউসিবি, মোঃ মহসিনুর রহমান, এস.ভি.পি ও এসএমই প্রধান, ইউসিবি এবং বাংলাদেশ ব্যাংকের অন্যান্য উচ্চপদস্ত কর্মকর্তাগণ।
এএ