টি-টোয়েন্টি বিশ্বকাপ

টস জিতে বোলিংয়ে বাংলাদেশ, একাদশে শরিফুল

স্পোর্টস ডেস্ক আপডেট: ২০২২-১১-০২ ১৩:৫০:০৩


ভারতের বিপক্ষে টি-টোয়েন্টি বিশ্বকাপের মহাগুরুত্বপূর্ণ ম্যাচে টস জিতে বোলিংয়ে বাংলাদেশ। অ্যাডিলেড ওভালে টস জিতে বাংলাদেশ অধিনায়ক সাকিব আল হাসান ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নিয়েছেন। অর্থাৎ ভারত প্রথমে ব্যাটিং করবে।

বাংলাদেশ দলে এসেছে একটি পরিবর্তন। সৌম্য সরকারের বদলে একাদশে নেওয়া হয়েছে শরিফুল ইসলামকে।

এদিকে বিশ্বকাপে নেদারল্যান্ডের পর জিম্বাবুয়ের বিপক্ষে কাঙ্খিত জয় পেয়েছে সাকিব বাহিনী। দক্ষিণ আফ্রিকার কাছে হারলেও বিশ্বকাপের সেমিফাইনালের দিকে চোখ তাদের। আজকের ম্যাচে ভারতকে হারালেই সেই স্বপ্ন পূরণে কাছাকাছি পৌঁছে যাবে টাইগাররা।

আজকের ম্যাচের আগে ১১ বার ভারত এবং বাংলাদেশ একে অপরের বিরুদ্ধে টি-টোয়েন্টি ম্যাচ খেলেছে। এর মধ্যে বাংলাদেশ মাত্র এক বার জিততে পেরেছে।

বাংলাদেশ একাদশ

সাকিব আল হাসান (অধিনায়ক), নাজমুল হোসেন শান্ত, লিটন দাস, আফিফ হোসেন, নুরুল হাসান সোহান (উইকেটরক্ষক), মোসাদ্দেক হোসেন, ইয়াসির আলী, তাসকিন আহমেদ, মুস্তাফিজুর রহমান, হাসান মাহমুদ, শরিফুল ইসলাম।

ভারত একাদশ

রোহিত শর্মা (অধিনায়ক), লোকেশ রাহুল, বিরাট কোহলি, সূর্যকুমার যাদব, দীনেশ কার্তিক, হার্দিক পাণ্ডিয়া, অক্ষর প্যাটেল, রবিচন্দ্রন অশ্বিন, ভুবনেশ্বর কুমার ও মোহাম্মদ শামি ও আর্শদীপ সিং।

এম জি