আরও ১৮৩ জনের করোনা শনাক্ত

সান বিডি ডেস্ক প্রকাশ: ২০২২-১১-০২ ১৭:৩৮:২২


করোনায় দেশে গত ২৪ ঘণ্টায় কারও মৃত্যু না হলেও ১৮৩ জনের দেহে ভাইরাসটি শনাক্ত হয়েছে।

বুধবার (২ নভেম্বর) স্বাস্থ্য অধিদপ্তর থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তির তথ্যমতে, গত ২৪ ঘণ্টায় ৩ হাজার ৮১৮টি নমুনা সংগ্রহ করা হয়। পরীক্ষা করা হয় ৩ হাজার ৮০২টি নমুনা। পরীক্ষার বিপরীতে শনাক্তের হার ৪ দশমিক ৮১ শতাংশ। এ পর্যন্ত মোট শনাক্তের হার ১৩ দশমিক ৫৬ শতাংশ।

দেশে এখন পর্যন্ত মোট করোনায় আক্রান্ত হয়েছেন ২০ লাখ ৩৫ হাজার ৫১৭ জনে। এর মধ্যে মৃত্যু হয়েছে ২৯ হাজার ৪২৪ জনের। সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ১৯ লাখ ৮১ হাজার ৩৫৭ জন।

উল্লেখ্য, ২০২০ সালের ৮ মার্চ দেশে প্রথম তিনজনের দেহে করোনা শনাক্ত হয়। এর ১০ দিন পর দেশে প্রথম একজনের করোনায় মৃত্যু হয়।

এম জি